ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মানবপাচারের ৫ মামলার আসামি জুলহাস কারাগারে

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মানবপাচারের ৫ মামলার আসামি জুলহাস কারাগারে

লিবিয়ায় মানবপাচার ও বাংলাদেশি হত্যার ঘটনায় বিভিন্ন থানায় দায়েরকৃত পাঁচ মামলার আলোচিত প্রধান আসামি জুলহাস সরদারকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মানবপাচার মামলার আসামি জুলহাস সরদার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে দুইবার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

জুলহাস সরদার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ মে রাত ৯টায় লিবিয়ার মিজদাহ এলাকায় গুলি করে যে ২৬ বাংলাদেশিকে হত্যা করে মানব পাচারকারীরা, তাদের ১২ জনের বাড়ি মাদারীপুরে। এ ঘটনায় নিহত রাজৈর উপজেলার হোসেনপুর (বিদ্যানন্দী) গ্রামের মানিক হাওলাদারের বাবা শাহ আলম হাওলাদার বাদী হয়ে জুলহাস সরদারসহ চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আরো চারটি মামলায় তাকে প্রধান আসামি করা হয়।

রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, মানবপাচার ও হত্যার ঘটনায় দায়েরকৃত পাঁচ মামলার অন্যতম আসামি জুলহাস সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বেলাল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়