ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহে ৯৯ জন করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২০, ১০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহে ৯৯ জন করোনা আক্রান্ত

ময়মনসিংহ বিভাগে নতুন করে আরও ৯৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবের ২টি মেশিনে ৭৫২ নমুনা পরীক্ষায় ৯৯ জনের পজিটিভ রিপোর্ট আসে; যা একদিনে সর্বোচ্চ।

রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলায় একদিনে সর্বোচ্চ ৭৩ জন, জামালপুর জেলায় ৯ জন, শেরপুর জেলায় ১৫ জন এবং নেত্রকোনা জেলায় ২ জন।

তিনি বলেন, ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ১ হাজার ৬০৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৮০৩ জন, জামালপুর জেলায় ৩৬২ জন, নেত্রকোনা জেলায় ৩০০ জন এবং শেরপুর জেলায় ১৪২ জন।


মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়