ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাবনায় পুলিশ সুপারসহ ১১ জন করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাবনায় পুলিশ সুপারসহ ১১ জন করোনা আক্রান্ত

পাবনায় গত ২৪ ঘন্টায় পুলিশ সুপারসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে ১০ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এছাড়া ঢাকা থেকে বিভাগীয়ভাবে প্রাপ্ত রিপোর্ট অনুসারে পুলিশ সুপার শনাক্ত হয়েছেন।

শুক্রবার (১২ জুন)  জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্ট অনুসারে ১০ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে সুজানগরে ৪ জন, ভাঙ্গুড়ায় ১ জন, আটঘরিয়ায় ৩ জন, চাটমোহরে ১ জন এবং সাঁথিয়ায় ১ জন রয়েছে। ১২ জুন ৫৬ জনের নমুনা পরীক্ষার ফল সিভিল সার্জন অফিসে এসেছে।

সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত ডা. আব্দুর রহিম মৃধা জানিয়েছেন, শুক্রবার আমাদের কাছে ১০টি পজেটিভ রিপোর্ট এসেছে। আর পুলিশ সুপার বিভাগীয়ভাবে টেস্ট করে কনফার্ম হয়েছেন। জেলায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, পুলিশ সুপার নিজের বাংলোতে আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থ আছেন।

এখন পর্যন্ত পাবনার নয়টি উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৮ জন। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন।


শাহীন রহমান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়