ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জরিমানা দিয়ে ৩০জন পেলেন উপহার!

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জরিমানা দিয়ে ৩০জন পেলেন উপহার!

কুষ্টিয়া শহরে মাস্ক ব্যবহার না করায় ত্রিশজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদের প্রত্যেককে জেলা প্রশাসনের তৈরী কাপড়ের মাস্ক উপহার দেওয়া হয়।

শুক্রবার (১২ জুন) দুপুরে কুষ্টিয়া শহরে এবং শহরের আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান ও খাদিজা খাতুন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান জানান, করোনা ভাইরাসের সংক্রামণ রোধে মাস্ক ব্যবহার না করার দায়ে কুষ্টিয়া জেলা শহর ও বিভিন্ন হাট-বাজারে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমান আদালত চালানো হয়।

এসময় ৩০জনকে বিভিন্ন পরিমানে অর্থদ-প্রদান করা হয়। সেই সাথে তাদের প্রত্যেককে ১টি করে কাপড়ের মাস্ক দেওয়া হয়।

জেলার হাট-বাজার, গণপরিবহনসহ যে কোনো পাবলিক প্লেসে মাস্কবিহীন যে কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি।


কাঞ্চন কুমার/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়