ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নীলফামারীতে আরও ১৮ জনের করোনা শনাক্ত

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ১৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নীলফামারীতে আরও ১৮ জনের করোনা শনাক্ত

নীলফামারীতে নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২৫৫ জন।

সোমবার (১৫ জুন) সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে ১ ও ২ জুনে প্রেরিত নমুনায় ১৩ জন এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ৮, ৯ ও ১০ জুনের প্রেরিত নমুনায় ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া নীলফামারী সদরে ২ বছরের এক শিশু পুনরায় পজিটিভ হয়েছে।

এর মধ্যে নীলফামারী সদরে ৮১, জলঢাকা উপজেলায় ৪৭, ডিমলা উপজেলায় ৪৪, সৈয়দপুর উপজেলায় ৩৪, ডোমার উপজেলায় ৩১ ও কিশোরীগঞ্জ উপজেলায় ১৮ জন।

এছাড়া করোনায় মারা গেছে ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১২৪ জন। নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে ৮৩ জন ও রংপুরে স্থানান্তরিত হয়েছেন ৩ জন।

 

নীলফামারী/সিথুন/সাইফ

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়