ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হবিগঞ্জে লেবুর বাম্পার ফলন

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৯, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে লেবুর বাম্পার ফলন

হবিগঞ্জে লেবুর বাম্পার ফলন হয়েছে। বৃষ্টির কারণে গত বছরের চেয়ে এবার ফলন ভালো হয়েছে। তবে ফলন ভালো হলেও দাম কম থাকায় চাষিদের মুখে হাসি নেই।

জেলার চুনারুঘাট, নবীগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলার বিশাল এলাকাজুড়ে একের পর এক দাঁড়িয়ে আছে পাহাড়ি টিলা। টিলার ওপর থেকে নিচ পর্যন্ত লেবু গাছে ছাওয়া। গাছে গাছে ঝুলছে লেবু।

লেবু চাষিরা জানান, সারা বছরই লেবু হয়। তবে বর্ষায় লেবুর ফলন তুলনামূলক বেশি। শুষ্ক মৌসুমে সেচ দিলেও লেবুর ভালো ফলন পাওয়া যায়। তাই পাহাড়ি এলাকার লোকজন পতিত জমি না ফেলে রেখে এখন লেবু চাষে আগ্রাহী হচ্ছেন। 

কলম চারা করে, রোপনের বছর যেতেই ধরছে লেবু। আবার লেবু গাছের ফাঁকে ফাঁকে কলা, পেঁপে, মরিচ, কাঁঠাল গাছও লাগিয়েছেন অনেকে। 

হবিগঞ্জ কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় প্রায় ৬ হাজার একর জমিতে লেবু চাষ হচ্ছে। প্রতি একরে ৮ থেকে ১০ মেট্রিক টন লেবু উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

লেবু চাষকে কেন্দ্র করে জেলার মুছাই ও মিরপুরে প্রায় ১০টি আড়ত গড়ে উঠেছে। আরও নতুন করে কিছু আড়ত গড়ে উঠছে। চাষিরা বাগান থেকে লেবু সংগ্রহ করে এসব আড়তে নিয়ে যান। সেখান থেকে  পাইকারি ব্যবসাযীরা লেবু কিনে দেশের নানা প্রান্তে পাঠান।

বাহুবল উপজেলার সুন্দ্রাটিকির বাগান মালিক নূরুল ইসলাম বলেন, ‘লেবু চাষে কোনো ঝুঁকি নেই। পাহাড়ি মাটিতে রোপনের বছর যেতেই ফলন পাওয়া যাচ্ছে। গোড়া পরিষ্কার করে অল্প কিছু সার দিলে ভালো ফলন পাওয়া যায়।’

তিনি বলেন, ‘বর্তমানে লেবুর দাম কম। তবে কোরবানির ঈদের সামনে লেবুর দাম বাড়তে পারে। এ আশায় গাছ থেকে কম লেবু সংগ্রহ করা হচ্ছে।  যদিও করোনা পরিস্থিতির শুরুতে লেবুর দাম বেশি ছিলো। মাসখানেক হলো  দাম কমে গেছে।’

মর্তুজ আলী নামে এক লেবু চাষি বলেন, ‘লেবুর দাম অনেক কমে গেছে। গাছে প্রচুর লেবু আছে। তবে গাছ থেকে লেবু সংগ্রহ করে আড়তে বিক্রি করে শ্রমিকের খরচ যোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য)  মো. জালাল উদ্দিন বলেন, ‘হবিগঞ্জের পাহাড়ি এলাকায় সম্ভাবনাময় ফসল লেবু। আমরা লেবু চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। তারা লেবুর ভালো ফলনও পাচ্ছেন। এবার পাহাড়ে লেবুর বাম্পার ফলন হয়েছে। তবে এখন দামটা কিছু কম। তবে সামনে দাম বাড়তে পারে।’

 

হবিগঞ্জ/মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়