ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে জিডি

চাঁদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, চাঁদপুরে জিডি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নামে অজ্ঞাত ব্যক্তিরা ভূয়া ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপে মিথ্যা প্রচারণা এবং নানা রকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে ।

এই সমস্ত ভূয়া আইডির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুরের পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার গতকাল ২১ জুন চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন ।

অভিযোগে তিনি এই ধরনের ভুয়া ১১টি আইডি চিহ্নিত করে পুলিশ বিভাগকে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেন। চাঁদপুর মডেল থানায় উক্ত অভিযোগটি ডিউটি অফিসার সাধারণ ডায়রি (জিডি) হিসেবে অন্তর্ভুক্ত করেন। জিডি এন্টি নং ৯৬৬, তাং ২১.৬.২০২০।

এদিকে চাঁদপুর মডেল থানায় জিডির কপি পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার তার ফেসবুকে পোস্টে গতকাল রবিবার এ বিষয়ে পোস্ট দেন। এসব ভূয়া ফেসবুক আইডি গ্রুপকে চিহিৃত করে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগ ও গোয়েন্দা সংস্থাকে ওই পোস্টে অনুরোধ জানানো হয়েছে।



চাঁদপুর/অমরেশ দত্ত জয়/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়