ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নীলফামারীতে কৃষি কর্মকর্তাসহ আরো ৯ জন করোনা আক্রান্ত

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নীলফামারীতে কৃষি কর্মকর্তাসহ আরো ৯ জন করোনা আক্রান্ত

নীলফামারী জেলায় নতুন করে এক কৃষি কর্মকর্তা ও তার স্ত্রীসহ আরো ৯ জন পজিটিভ হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১০ টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ১৫ জুনের পাঠানো ৩২টি নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।

৯ জন নতুন করোনা পজেটিভের মধ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় ২ জন। এরা হলেন ডিমলা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও তার স্ত্রী।

অন্যদিকে জলঢাকা পৌরসভার কলেজপাড়ায় এক শিক্ষার্থী ও জলঢাকা পৌরএলাকার বগুলাগাড়ী এলাকার এক যুবক। কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাস্টারপাড়ায় একজন, বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় একজন। ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একজন, মেলাপাঙ্গা এলাকার এক শিক্ষার্থীসহ ২ জন।

এছাড়া ফলো আপ নমুনায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটের চিকিৎসাধীন একজন পুনরায় পজেটিভ হয়েছেন।

এ পর্যন্ত নীলফামারীতে সর্বমোট করোনা শনাক্ত হলেন মোট ৩১৪ জন।


ইয়াছিন মোহাম্মদ সিথুন/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়