ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনামুক্ত

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনামুক্ত

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস‌্য, সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ করোনামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) আব্দুস শহীদের ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল করোনাভাইরাস মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমাম হোসেন বলেন, স‌্যার বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আজ স্যারের প্রথম দফা করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন সুস্থ আছেন। মেডিক‌্যাল বোর্ড বসে সিদ্ধান্ত নেওয়ার পর ছাড়পত্র দেওয়া হলে তাকে বাসায় নিয়ে আসা হবে।

আব্দুস শহীদ গত ১৪ জুন করোনার উপসর্গ নিয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৫ জুন নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ১৮ জুন তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


মৌলভীবাজার/সাইফুল্লাহ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়