ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আহমদ ছফাকে নিয়ে ব্রহ্মপুত্র পাড়ে ব‌্যতিক্রমী আয়োজন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আহমদ ছফাকে নিয়ে ব্রহ্মপুত্র পাড়ে ব‌্যতিক্রমী আয়োজন

আহমদ ছফা স্মরণে ময়মনসিংহে ‘আহমদ ছফা: চিন্তার দিগন্ত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নগরীর কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের উন্মুক্ত তীরে এ আয়োজন করে ‘পরম্পরা’ নামের একটি সংগঠন।

কবি শামসুল ফয়েজের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কবি ফরিদ আহমদ দুলাল, কবি আওলাদ হোসেন, সংগঠক আবুল কালাম আল আজাদ, কবি সানোয়ার রাসেল ও লেখক আরজু আহমাদ।

শতাধিক কবি সাহিত্যিকের উপস্থিতিতে আহমদ ছফার জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়।

আলোচনা সভা শেষে বর্ষার গান, স্বরচিত কবিতা পাঠ, ছবি আঁকা ও মৌসুমী ফল আস্বাদন করা হয়।

উপস্থিত ছিলেন- কথাশশিল্পী শাহীদা হোসেন রীনা, কবি সিরাজ-উদদীন, কথাশিল্পী শাখাওয়াত বকুল, কবি গীতিকার আনোয়ারুল কবির, কবি শরৎ সেলিম, কবি সালমা বেগ, কবি শুভ্র সরকার, কবি কাঙাল শাহীন, কবি সেলিম সাইফুল, কবি হাসান জামিল, প্রাবন্ধিক মাজেদা মুজিব, শিল্পী মো. রাজন, কবি রাহমান হাবীব, কবি গীতিকার জুলহাস উদ্দিন আকন্দ, কবি আরাফাত রিলকে, কবি রায়হানা আক্তার;

নাট্যশিল্পী এ আই হাবিব, কবি আসাদ, কবি অনন্য সাঈদ, কবি রোকন শাহরিয়ার সোহাগ, নাট্যশিল্পী ও সঞ্চালক হাসনাত সবুজ, কবি আশিকুর রহমান, কবি আলিমুল কারিগর, কবি কামরুল হাসান রিয়েল, কবি জান্নাতুন নাহার নূপুর, কণ্ঠশিল্পী বারী সুমন, কবি আলমগীর কবির আলম, আবৃত্তিশিল্পী শানু মুক্তা, আবৃত্তিশিল্পী ইমজাদ শ্রাবণ, কবি আলমাস হোসাইন শাজা, আবৃত্তিশিল্পী সাজিদ সৈকত, কণ্ঠশিল্পী হীরক সিঙ্গার প্রমুখ।

ছবি আঁকায় অংশ নেন- মো. রাজন, নাজমুল রাহাত, তাজিন আফরিন ঐশী, বিশ্বজিৎ কর্মকার তপু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি শামীম আশরাফ ও আসাদুজ্জামান রুবেল।


মিলন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়