ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কলাপাড়ায় বীজ ধানের দাবিতে কৃষকের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কলাপাড়ায় বীজ ধানের দাবিতে কৃষকের মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মানসম্মত বীজ ধানের দাবিতে মানববন্ধন করেছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কৃষকরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন উপকূলীয় জন কল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন, খলিলপুর কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাচ্চু, জন কল্যাণ সংঘের সদস্য লাইলী বেগম ও লিপি মিত্রসহ শতাধিক কৃষক।

স্মারক লিপিতে কৃষকরা উল্লেখ করেন, ২০১৯ সালের ০৯ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলে কৃষকের ধানের ব্যাপক ক্ষতির কারণে বীজ ধান সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে বর্তমানে কৃষকের বীজ ধানের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সররকারিভাবে ভর্তুকি দিয়ে ডিলারের মাধ্যমে যে বীজ ধান দেওয়া হয়েছে, তা চাহিদার তুলনায় খুবই কম। যদি কৃষকরা পর্যাপ্ত বীজ ধান না পায়, তবে কৃষি জমি অনাবাদী থাকবে।

দ্রুত সরকারিভাবে তেইশ ধান, বায়ান্ন ধান ও ঊনপঞ্চাশ ধানের মানসস্মত বীজের ব্যবস্থা করার দাবি জানান তারা।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান জানান, বীজ ধানের সংকট রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। দ্রুত কৃষকরা বীজ ধান পাবেন বলে জানান তিনি।

 

ইমরান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়