Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৪ মার্চ ২০২১ ||  ফাল্গুন ১৯ ১৪২৭ ||  ১৯ রজব ১৪৪২

করোনা: কুষ্টিয়ায় আরো ২৭জন আক্রান্ত, মোট শনাক্ত ৮১৬

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা: কুষ্টিয়ায় আরো ২৭জন আক্রান্ত, মোট শনাক্ত ৮১৬

কুষ্টিয়ায় নতুন করে আরো ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

জেলার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার  (৭ জুলাই )  সন্ধ্যায়  কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ১০১ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৭ টি পজেটিভ রোগী শনাক্ত করা হয়।

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়ার সদরে ১৮ জন, কুমারখালীতে ৬ জন, মিরপুরে ১ জন ও খোকসায় ২ জন।

উপজেলা ভিত্তিক শনাক্ত রোগীদের মধ্যে দৌলতপুর উপজেলায় ১০৫ জন, ভেড়ামারায় ৮৭ জন, মিরপুরে ৪৮ জন, সদর উপজেলায় ৪৪১ জন, কুমারখালীতে ১০৬  জন, খোকসায় ২৯ জন। করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৩৮৩ জন রোগী। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৩৭৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪০ জন।

এ নিয়ে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮১৬ জন।


কাঞ্চন কুমার/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়