ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কুষ্টিয়ায় করোনা রোগী বেড়ে ৮৮৯ জন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৭, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় করোনা রোগী বেড়ে ৮৮৯ জন

কুষ্টিয়ায় ৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৯ জনে।  

জেলার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, বৃহস্পতিবার ( ৯ জুলাই) রাত ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে জেলার ১৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়, যার মধ্যে ৩৯ জন পজিটিভ শনাক্ত হয়।  

নতুন আক্রান্তের মধ্যে দৌলতপুর উপজেলায় দুইজন, ভেড়ামারায় একজন, সদরে ১৬ জন, মিরপুরে দুইজন এবং কুমারখালী উপজেলায় ১৮ জন। 

জেলা মোট আক্রান্তদের মধ্যে দৌলতপুর উপজেলায় ১১০ জন, ভেড়ামারায় ৯০ জন, মিরপুরে ৫১ জন, সদরে ৪৮৩ জন, কুমারখালীতে ১২৪ জন, খোকসা উপজেলায় ৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২১ জন।

 

কাঞ্চন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়