ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ধান রোপণকালে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

ঠাকুরগাঁও সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে ধান রোপণকালে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

ঠাকুরগাঁওয়ে জমিতে আমন ধান রোপণের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

নিহত কৃষকের নাম আমিরুল ইসলাম (৪২)। শুক্রবার (১০ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সোলটোহরি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামেরই মৃত আমির উদ্দীনের ছেলে।

জানা যায়, আমিরুল তার বাড়ির পাশেই নিজ মাটিতে আমন ধান রোপণ করার জন্য মাঠে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আমিরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। 

বজ্রপাতে আমিনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট দেবীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

হিমেল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়