ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কুষ্টিয়ায় করোনায় নতুন শনাক্ত ৩৮, মোট ৯২৬

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৩, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় করোনায় নতুন শনাক্ত ৩৮, মোট ৯২৬

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ) রাত ১০টায় জেলার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ১০টায় কুষ্টিয়া মেডিক‌্যাল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ১০২টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ৩৮টি পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৫ জন, সদরে ২৬ জন, মিরপুরে ৩ জন , কুমারখালীতে ৩ জন, খোকসায় একজন করোনা রোগী আছেন।

এ নিয়ে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৬ জন। উপজেলা ভিত্তিক শনাক্ত রোগীদের মধ্যে দৌলতপুর উপজেলায় ১১৫ জন, ভেড়ামারায় ৯০ জন, মিরপুরে ৫৪ জন, সদর উপজেলায় ৫০৮ জন, কুমারখালীতে ১২৭  জন, খোকসায় ৩২ জন।

এদের মধ‌্যে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৪৫১ জন রোগী। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৪২২ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন। খুলনায় চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। করোনায় জেলায় ১৯ জন রোগী মারা গেছেন। এছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯ জন রোগী।

 

কাঞ্চন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়