ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৭৩ 

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৭৩ 

সুনামগঞ্জে নতুন করে আরো ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৭৩ জনে।

শনিবার (১১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

সিভিল সার্জন জানান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ১১  জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে রয়েছেন সদর উপজেলায়  ৬ জন, ছাতক উপজেলায় ৩ জন,  শাল্লা উপজেলায় ১জন ও বিশ্বম্ভরপুর উপজেলায় ১জন।

এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮১ জন।

জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১০৭৩ জনের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৪২ জন, ছাতক উপজেলায় ২৮৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৫ জন, দিরাই উপজেলায় ৬২ জন, শাল্লা উপজেলায় ৩৮ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৮ জন, তাহিরপুর উপজেলায় ৩৯ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০৩ জন ও জগন্নাথপুর উপজেলায় ৯৮ জন।

 

আল আমিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়