ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে এক দিনে ৩৭ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৮, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে এক দিনে ৩৭ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই ডাক্তারসহ ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৯ জনে। এটাই জেলার এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, কাশিয়ানী উপজেলায় ৮ জন, কোটালীপাড়া উপজেলায় ৭ জন, মুকসুদুপুর উপজেলায় ৬ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৬ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১৮ জন মারা গেছেন। এছাড়া, বাকীদের মধ্যে ৬৬৭ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৮৩ চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ‌্য, করোনা আক্রান্ত ১ হাজার ৬৯ জনের মধ্যে সদর উপজেলায় ৩২৫ জন, মুকসুদপুর উপজেলায় ২০৯ জন, কাশিয়ানী উপজেলায় ১৯৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৭৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৬৪ রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৮০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

 

বাদল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়