ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার ৯

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪০, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চাঁপাইনবাবগঞ্জে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার ৯

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী বাখেরআলী ঘাট এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৯ জনকে গ্রেপ্তার করেছে ৫৩ বিজিবি।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

গ্রেপ্তাররা হলেন—  রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ওয়েজ উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম (২২), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের আসাদ আলীর ছেলে মো. উকিল হোসেন (৩২), গোদাগাড়ীর মহারাপুর এলাকার আইয়েম আলীর ছেলে মো. এলিম (২০), একই উপজেলার আশেরাদহ গুচ্ছ গ্রামের সাইদুর রহমানের ছেলে কামাল শেখ (২৫)।

গোদাগাড়ী উপজেলায় রফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৩০), একই উপজেলার মজিবুর রহমানের ছেলে মো. সাহাবুর (২৫), চর আলাতলী কোদাল কাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. হায়াতুল (৩০), গোদাগাড়ী উপজেলার মাটিকাটা এলাকার আবুল কাশেমের ছেলে মো.মিজান (২৪),আশেরাদহ দিয়ার মানিকচর এলাকার হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫)।

গ্রেপ্তাররা ভারতের চেন্নাইয়ে কাজের জন্য গিয়েছিলেন। গ্রেপ্তারদের থানায় দেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

ওসি জিয়াউর রহমান জানান, সুবেদার আব্দুল বারিক এর নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাখেরআলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫৩ বিজিবির দায়িত্ব পূর্ণ এলাকা সীমান্ত পিলার ২৩/৪ এস হতে আনুমানিক ২ কি. মি বাংলাদেশর ভেতর থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বাংলাদেশি ৯ নাগরিককে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

মিম্পা/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়