ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে বাবার মৃত্যুর পর পুত্রও মারা গেলেন করোনায়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে বাবার মৃত্যুর পর পুত্রও মারা গেলেন করোনায়

করোনা ভাইরাসে আক্রান্ত বাবা মারা যাওয়ার ২২ দিন পর ব্যাংকার পুত্রও মারা গেলেন একই ভাইরাসে।

তিনি চট্টগ্রােম বেসরকারী সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) তরুন ব্যাংকার রিদোয়ানুল হক (৩৭)।

চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রিদোয়ান করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন নগরীর একটি বেসরকারী হাসপাতালে।

এসআইবিএল খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দীন চৌধুরী ব্যাংকার রিদোয়ানুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৩ জুন রিদোয়ানের বাবা মারা যান করোনা আক্রান্ত হয়ে। এরপর থেকে রিদোয়ান অসুস্থ হয়ে পড়েন।

গত ১ জুলাই তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিলো। তবে শেষ পর্যন্ত রিদোয়ানকে বাঁচানো যায়নি।


রেজাউল করিম/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়