ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিলেট বিভাগে করোনা রোগী ৬ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেট বিভাগে করোনা রোগী ৬ হাজার ছাড়ালো

সিলেট বিভাগের চার জেলায় ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে ১৬৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত হলেন ৬ হাজার ১৫৬ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ১০৭ জনের।

বুধবার (১৫ জুলাই) বিকেলে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি। এ জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১৮ জন। মৃত্যুও সংখ্যাও বেশি এই জেলায়; মারা গেছেন ৮২ জন। আর সুস্থ হয়েছেন ৭২৬ জন।

আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলায় ১২০৬ জন, হবিগঞ্জে ৯৮৭ জন ও মৌলভীবাজার জেলায় ৭৪৫ জন রয়েছেন। আর সুনামগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে আটজন এবং হবিগঞ্জে ছয়জন করোনায় মারা গেছেন।

গত ৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর ১৫ এপ্রিল করোনায় প্রথম মৃত্যু হয়। সিলেটের দুটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। পাশাপাশি নমুনা চাপ বেশি থাকলে ঢাকার ল্যাব থেকেও নমুনা পরীক্ষা করা হয়ে থাকে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ বুলেটিন অনুসারে, সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৩ জন। তাদের মধ্যে সিলেটে ৮৭ জন, সুনামগঞ্জে ৩৭ জন, মৌলভীবাজারে ২৪ জন এবং হবিগঞ্জ জেলায় ৪৫ জন রয়েছেন।

 

 

সিলেট/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়