ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাঁদপুরে ঈদকে সামনে রেখে পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চাঁদপুরে ঈদকে সামনে রেখে পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুর শহরে কোরবানির ঈদকে সামনে রেখে পুলিশের গাড়ি বহর নিয়ে বিশেষ নিরাপত্তা মহড়া দেওয়া হয়েছে।

চাঁদপুর শহরে কোরবানির ঈদকে সামনে রেখে পুলিশের গাড়ি বহর নিয়ে বিশেষ নিরাপত্তা মহড়া দেওয়া হয়েছে।

২৪শে জুলাই শুক্রবার বিকেলে এ মহড়া দেওয়া হয়।

মহড়াটি শহরের শপথ চত্ত্বর মোড় হতে শুরু ইলিশ চত্ত্বর মোড়সহ বিভিন্ন পয়েন্ট ঘুরে শেষ হয়। এ সময়ে পুলিশের এই বিশেষ মহড়ার গাড়ি বহরে ট্রাফিক পুলিশসহ তাদের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করতে দেখা যায়। মহড়াকালে শহরের বিভিন্ন এলাকায় জনগণকে সচেতন করার লক্ষ্যে হ্যান্ড মাইকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীসহ অন্যান্যরা সাধারণ মানুষকে বিভিন্ন সতর্কতামূলক দিক-নির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান,চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশীদসহ অন্যন্যরা মহড়ায় অংশ নিয়ে উপস্থিত ছিলেন।

এ ব্যপারে পুলিশ কর্মকর্তা জাহেদ পারভেজ চৌধুরী জানান, মানুষ কোরবানির ঈদ উদযাপন করবে। এলাকায় কোন অপরিচিত বা অনাকাঙ্খিত কোন ব্যক্তি বা কর্মকাণ্ড দেখা গেলে পুলিশকে তাৎক্ষণিক অবহিত করতে হবে। এছাড়াও কোরবানির হাটসহ মসজিদের নামাজ আদায়ের ক্ষেত্রেও জননিরাপত্তায় পুলিশ তৎপর থাকবে। সবাই যাতে নির্ভয়ে যথাযথভাবে ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই আমরা আগাম প্রস্তুতি হিসেবে এই বিশেষ মহড়া করেছি।

 

 

অমরেশ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়