ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঝিনাইদহ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঝিনাইদহ পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) শরিফুল ইসলাম (৫৫)। শুক্রবার (২৪ জুলাই) বিকালে মারা যান তিনি। 

শরিফুল ইসলাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে। 

ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, দায়িত্বরত অবস্থায় ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম জ্বর ও শ্বাস কষ্টে আক্রান্ত হন। পরে তার নমুনা দিলে করোনা পজিটিভ শনাক্ত হয়। গত ৯ জুলাই তাকে স্থানীয় কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তার মৃত্যু হয়। 

পুলিশ সুপার জানান, ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম মতে মরদেহের কাফনের কাপড় ও ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

তিনি ১৯৮৩ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। এ জেলায় এক বছর কর্মরত ছিলেন। ঝিনাইদহ জেলায় এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোন পুলিশ সদস্যের মৃত্যু হলো। 


রাজিব/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়