ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জুটমিল শ্রমিকদের অবরোধ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জুটমিল শ্রমিকদের অবরোধ

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আড়িখোলায় বিক্ষোভ অবরোধ করেছে কুমিল্লার দেবীদ্বার উপজেলার আশা জুট মিলের শ্রমিক কর্মচারীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কয়েকশ শ্রমিক মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে।  এ সময় তারা টায়ারে আগুন লাগিয়ে প্রতিবাদ করতে থাকে।  এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থার সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে।  মালিক পক্ষ আগামীকাল শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিলে বেলা ১১টায় শ্রমিক পক্ষ রাস্তা থেকে পিছু হটে।

 

ইমরুল/টিপু

 

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়