ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাতিয়ায় মেঘনা নদীতে কার্গো জাহাজ ডুবি

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৩০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাতিয়ায় মেঘনা নদীতে কার্গো জাহাজ ডুবি

প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ার কেরিংচর এলাকার মেঘনা নদীতে একটি মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালের দিকে মেঘনায় একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের কাছ থেকে দুপুর ১২টার দিকে খবর পেয়ে হাতিয়া কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থল হাতিয়ার কেরিংচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালায়। 

বৃহস্পতিবার সন্ধ‌্যার দিকে বিশ্বজিৎ বড়ুয়া বলেন, ‘দুর্ঘটনার শিকার জাহাজের মালিক পক্ষের সাথে এখন পর্যন্ত আমাদের কোনো যোগাযোগ হয়নি। মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের সাথে কথা হলে এ ঘটনার আরও অনেক তথ্য পাওয়া যাবে।’ 
তবে এ ঘটনায় কাউকে জীবিত উদ্ধার অথবা হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, হাতিয়ার মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ ডুবির খবর পেয়েছি। তবে এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

মাওলা সুজন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়