ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াই আমাদের ইবাদত’

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াই আমাদের ইবাদত’

পাঁচবিবির ভীমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস‌্য

শনিবার (১ আগস্ট) সকালে মসজিদে মসজিদে হয়েছে ঈদের জামাত। নামাজ শেষে পশু কোরবানি করতে ব‌্যস্ত মানুষ। সবাই যখন ঈদ উদযাপন করছেন, তখন পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা দিতে ব‌্যস্ত।

সকালে দিনাজপুরের হিলি মহিলা কলেজের কাছে জয়পুরহাটের পাঁচবিবির ভীমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর কয়েকজন পুলিশ সদস‌্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

কথা হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ কনেস্টবল সুমন মিয়ার সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘সকাল থেকে এ জায়গায় দায়িত্ব পালন করছি। ঈদে ছুটি পাইনি। বাড়িতে বাবা-মা, ভাই-বোন সবাই আছে। ঈদে বাড়িতে গেলে অনেক আনন্দ হতো। তবে তাতে আমার কষ্ট নেই। এখানকার সবার সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করছি। মহিলা কলেজের জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করে আসলাম। কেউ আমাকে চেনে না, তবু মনে হচ্ছে, এরা সবাই আমার আপনজন। তাদের মাঝে খুঁজে পেলাম ঈদের আনন্দ।’

এএসআই জগন্নাথ চন্দ্র রায় বলেন, ‘আজ মুসলমানদের পবিত্র ঈদ। কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে এখানে দায়িত্ব পালন করছি। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ এবং এটাই আমাদের ইবাদত।’

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, ‘আমরা ভোর ৫টা থেকে বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছি। আজ পবিত্র ঈদুল আজহা। সবাই যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, সেজন‌্যই আমাদের নিরাপত্তা ব্যবস্থা।’

হিলি/মোসলেম/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়