ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদারীপুর শহর রক্ষা বাঁধের একাংশে ভাঙন

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাদারীপুর শহর রক্ষা বাঁধের একাংশে ভাঙন

আড়িয়াল খাঁ নদীর তীব্র স্রোতের কারণে মাদারীপুর শহর রক্ষা বাঁধের একাংশ ভাঙনের মুখে পড়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে মাদারীপুর শহরের লঞ্চ ঘাট এলাকায় বন‌্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। 

স্থানীয়রা জানান, ভাঙনের ওই অংশে আগে থেকেই পানি চুয়াচ্ছিলো। বিকেলের দিকে হঠাৎ করেই ফাঁটল ধরে তা বড় হতে থাকে। এক পর্যায়ে বাঁধের একাংশ ধসে পড়ে। 

এদিকে বাঁধে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বাঁধের আশপাশের এলাকাবাসী। তারা ঘর-বাড়ি থেকে মালামাল অন‌্যত্র সরিয়ে নিচ্ছেন। তবে ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁধের ওই স্থানে বালির বস্তা ফেলা হচ্ছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা জানান, শহর রক্ষা বাঁধের একাংশ ভেঙ্গে গেছে। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

এদিকে ভাঙনের খবর পেয়ে স্থানীয় জন প্রতিনিধি, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন স্থল পরির্দশ করেছেন।

বেলাল রিজভী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়