ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পর্যটক শূন্য ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পর্যটক শূন্য ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ

বাগেরহাটে এবার ঈদেও পর্যটক শূন্য ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ। করোনা পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ষাটগম্বুজ মসজিদে। ফলে ছয়শ’ বছরের বেশি সময় ধরে চলে আসা দেশি বিদেশি পর্যটকদের কোনো আনাগোনাই ছিল না ঈদে।

ঈদের দিন মসজিদ এলাকায় গিয়ে দেখা গেছে, অনেকেই ভেতরে ঢুকতে না পেরে গেট থেকে ফিরে যাচ্ছেন। রাইডস গুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকায় মরিচা পড়ে যাচ্ছে। তবে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে নানা প্রজাতির ফুল ফুটেছে। প্রকৃতি যেন নতুন করে সাজিয়ে দিয়েছে। 

এদিকে দীর্ঘদিন এমন পর্যটক শূন্য ষাটগম্বুজ মসজিদ মেনে নিতে কষ্ট হচ্ছে স্থানীয়দের। 

স্থানীয় যুবক শহিদুল ও চঞ্চল বলেন, ‘ছোট বেলা থেকেই সব সময় ষাটগম্বুজ মসজিদে পর্যটকদের ভিড় দেখেছি। করোনার কারণে কয়েক মাস ধরে পর্যটক প্রবেশ নিষেধ থাকায় এখানে কেউ আসে না। ষাটগম্বুজ এখন খালি খালি লাগে। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ষাটগম্বুজকে এভাবে প্রাণহীন দেখতে আর ভালো লাগে না।’

বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরে এখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র ওয়াক্তিয়া নামাজে কয়েকজন আসেন এবং নামাজ পড়ে চলে যান। আগের মতো হাজারো মানুষের পদচারণায় আর মুখর হয়ে ওঠে না।’ 

প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাগেরহাট কাস্টোডিয়ান মো. গোলাম ফেরদাউস বলেন, ‘করোনার কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী পর্যটকদের প্রবেশ নিষেধ থাকায় কেউ ষাটগস্বুজে প্রবেশ করতে পারছেন না। আমরা যখন নির্দেশনা পাব তখন নিষেধাজ্ঞা তুলে নেব।’

টুটুল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়