ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রামে ১৫ হাজার গরুর চামড়া ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে ১৫ হাজার গরুর চামড়া ডাম্পিং

চট্টগ্রামে বিক্রি না হওয়া ১৫ হাজারেরও বেশি কোরবানির গরুর চামড়া ডাম্পিং করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 

জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব চামড়া চট্টগ্রাম নগরীতে বিক্রি করতে এনে পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে গেছেন মৌসুমী চামড়া বিক্রেতারা। 

রোববার (২ আগস্ট) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন চামড়া ডাম্পিং করার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, কোরবানির পর শনিবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরীর প্রধান চামড়া সংগ্রহ ও বিক্রয়ের আড়ত নগরীর আতুরার ডিপু এলাকায় চামড়া বিক্রি করতে নিয়ে আসেন চামড়া ব্যবসায়ীরা।  দুই-তিনশ’ টাকায় সংগ্রহ করা এসব চামড়া চট্টগ্রামে এনে ৫০ টাকা দামেও বিক্রি করতে পারেননি তারা। 

পরে রোববার দুপুরের মধ্যেই এসব চামড়া রাস্তার পাশে ফেলে রেখে চলে যান মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। এসব চামড়া থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চামড়াগুলি ময়লার গাড়িতে করে ডাম্পিং স্টেশনে নিয়ে যান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা ১৫ হাজারেরও বেশি চামড়া ডাম্পিং করেছি। পরিত্যক্ত অবস্থায় এসব চামড়া দুর্গন্ধ ছড়াচ্ছিল।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়