ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত বেড়ে ২০৪৯  

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত বেড়ে ২০৪৯  

কিশোরগঞ্জে ৪৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ‌্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৪৯ জনে। এরমধ‌্যে মারা গেছে ৩৮ জন।

সোমবার (৩ আগস্ট) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে ১৯ জনই কিশোরগঞ্জ সদর উপজেলার। বাকি ২ জনের মধ্যে ভৈরব উপজেলায় একজন ও নিকলীতে একজন রয়েছে।

ডা. মো. মুজিবুর রহমান আরও জানান, জেলায় মোট আক্রান্তদের মধ‌্যে কিশোরগঞ্জ সদরে ৬০৪ জন, হোসেনপুরে ৫০ জন, করিমগঞ্জে ১২১ জন, তাড়াইলে ৮৬ জন, পাকুন্দিয়ায় ১০৯ জন, কটিয়াদীতে ১১৮ জন, কুলিয়ারচরে ১০৮ জন, ভৈরব ৫৬৪ জন, নিকলীতে ৪২ জন, বাজিতপুরে ১৬৪ জন, ইটনায় ৩২ জন, মিঠামইনে ৩৮ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১৩ জন রযেছে।

রুমন চক্রবর্তী/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়