ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রামে ফ্লাইওভারে অপরাধী চক্রের ৩২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩১, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে ফ্লাইওভারে অপরাধী চক্রের ৩২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের দীর্ঘতম আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে অবস্থান করে ছিনতাই ও মোবাইল টানাসহ নানা অপরাধী চক্রের৩২ জনকে গ্রেপ্তার করেছে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ।

ঈদের পরদিন থেকে সোমবার পর্যন্ত টানা অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই জন নারী সদস্য এবং ১৬ জন কিশোর রয়েছে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুঁইয়া রাইজিংবিডিকে জানান, ফ্লাইওভাবে সুতা বেঁধে ছিনতাই, ফ্লাইওভারে নিচে অবস্থান করে ঝাপটা মেরে ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই., মাদক সেবন, অসামাজিক কার্যকলাপে লিপ্তসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে টানা অভিযান পরিচালিত হচ্ছে।

গত রোববার থেকে শুরু হওয়া এই সাঁড়াশি অভিযানে সোমবার সন্ধ্যা পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জন শিশু কিশোর রয়েছে। এছাড়া অসামাজিক কার্যকলাপে জড়িত দুই জন নারী এবং একজন সিএনজি অটোরিক্সা চালকও গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের তথ্য জানিয়ে ওসি আবুল কাশেম ভুঁইয়া জানান, চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

রেজাউল করিম/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়