ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পাচ্ছে গো-খাদ্য 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৭, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পাচ্ছে গো-খাদ্য 

হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে উপজেলা প্রশাসনের উদ্যোগে গবাদিপশুর জন্য গো-খাদ্য বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৫০০ পরিবারে গো-খাদ্য বিতরণ করা হবে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বানিয়াচং সদরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও হাওরের বিভিন্ন বাড়িতে গিয়ে গো-খাদ্য হিসেবে খৈল, ভূসি, কুঁড়া গবাদি পশুর মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস।

ইউএনও মাসুদ রানা বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার অধিকাংশ গ্রামে বন্যার পানিতে তলিয়ে গবাদিপশুর খাদ্য নষ্ট হয়। তাই আমরা ত্রাণ বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত গবাদি পশুর গো-খাদ্য ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করছি। আমরা চাই মানুষের পাশাপাশি গবাদিপশুগুলোও যেন খাদ্য সংকটে না পড়ে। এজন্য মানুষের খাদ্য সহায়তার সাথে গবাদি পশুর প্রতিও বিশেষ নজর দেওয়া হয়েছে।

মামুন চৌধুরী/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়