ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর রেহানা খানমের মৃত্যু

কুড়িগ্রাম সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৭, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর রেহানা খানমের মৃত্যু

কুড়িগ্রামের নারী আইনজীবী ও বাংলাদেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রেহানা খানম বিউটি মারা গেছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তার বয়স হয়েছিল ৬১বছর। কুড়িগামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্রাহাম লিংকন বলেন, রেহানা খানম হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ফাইলেরিয়াসহ নানা রোগে ভুগছিলেন। সোমবার বিকেলে তিনি মারা যান।

তিনি আরও বলেন, রেহানা খানম বিউটি কুড়িগ্রামের প্রথম নারী আইনজীবী এবং দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর। ১৯৮৫ সালে আইন পেশায় যুক্ত হওয়া এই নারী আইনজীবী ১৯৯২ সালে জেলার পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হন।

রেহানা খানম বিউটি জেলা শহরের খলিলগঞ্জস্থ উকিলপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট আবুল কাশেমের স্ত্রী।

বাদশা সৈকত/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়