ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৬ ফেরির মধ্যে চলছে ৭টি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৬ ফেরির মধ্যে চলছে ৭টি

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে মাত্র সাতটি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) মাওয়ার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্য চৌহান জানান, ১৬টির মধ্যে মঙ্গলবার (৪ জুলাই) সকাল থেকে মাত্র সাতটি ফেরি চলাচল করছে।

তিনি জানান, পানি বেড়ে যাওয়ায় পদ্মায় তীব্র ঘূর্ণিস্রোত রয়েছে। সঙ্গে তীরে ভাঙন অব্যাহত রয়েছে। এতে দুর্ঘটনা এড়াতে স্রোতে চলতে অক্ষম ৯টা ফেরি চালানো হচ্ছে না। 

তিনি জানান, স্রোতের কারণে প্রতিদিন ২-৩টা ফেরি অকেজো হয়ে পড়ছে। পরে সেগুলো মেরামত করে আবার সচল করা হচ্ছে।

ফেরি ছাড়াও নৌরুটে যাত্রী পারাপারের জন্য ৮৬টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট সচল রয়েছে বলেও জানান তিনি।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) হেলাল উদ্দিন জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ছোট-বড় মিলিয়ে শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে ট্রাক দাঁড় করিয়ে রেখে যাত্রীবাহী যানবাহন পারের সুযোগ দেওয়ায় যাত্রীদের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না।

মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ঘাটে দেড় শতাধিক যানবাহন আটকে রয়েছে। এর মধ্যে ট্রাক শতাধিক। যাত্রীবাহী যানবাহনের বেশি সময় পারের অপেক্ষায় থাকতে হচ্ছে না।

 


 

রতন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়