ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২

 

রাজশাহীর চারঘাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো দুইজন। 

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চারঘাট উপজেলার মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুক্তার হোসেন (৪৮)।  তিনি একজন বেলুন বিক্রেতা।  বাড়িতে সকালে বেলুনে গ্যাস ঢোকানোর সময় এই দুর্ঘটনা ঘটে। 

আহত দুইজন হলেন- মুক্তার হোসেনের ভাইয়ের শাশুড়ি জাহেদা বেগম (৫০) ও নাতি হামীম হোসেন (১)।  এদের মধ্যে জাহেদা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  আর আশঙ্কাজনক অবস্থায় শিশু হামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইদুল ইসলাম জানান, মুক্তার হোসেন  সকালে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।  এতে ঘটনাস্থলেই মুক্তার নিহত হন।  আর আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।  এদের মধ্যে শিশু হামীমের অবস্থা আশঙ্কাজনক।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) মানিক উদ্দীন জানান, সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুর  বিষয়টি তারা জানেন।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী/তানজিমুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়