ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে জঙ্গি সন্দেহে আটক ৩

ঠাকুরগাঁও সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে জঙ্গি সন্দেহে আটক ৩

জঙ্গি সন্দেহে ঠাকুরগাঁওয়ে তিন জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এর আগে গতকাল সোমবার রাত ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মুহাম্মদ কামাল হোসেন। 

আটককৃতরা হলেন- গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা ৯নং ওয়ার্ডের রওশন আলীর ছেলে নাজমুল হোসেন (২৯), একই এলাকার আব্দুল গণি মিঞার ছেলে রুবেল রানা ওরফে বাবু (২৫) ও হানিছ মিঞার ছেলে শফিকুল ইসলাম (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ কামাল হোসেন জানান, আটককৃতরা বেশ কয়েক বছর আগে থেকে ফেসবুকে জাতীয় সংগীতসহ নানা জাতীয় বিষয় এবং প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যাঙ্গ করে ছবি পোস্ট করে আসছিলো। তারা ফেসবুকে ‘লাল মিঞা’ ও ‘আমি মুসলিম’ নামের দুটি আইডি ব্যবহার এসব অপপ্রচার ও জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিলো। 

এছাড়াও তারা নিজেদের ফেসবুকের আইডি থেকে জিহাদ বিষয়ে যুবকদেরকে উদ্বুদ্ধ করতে নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছিলো। 
মুহাম্মদ কামাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করি। সেসময় তাদের কাছ থেকে জঙ্গি কার্যক্রম পরিচালনার দুটি মোবাইল সেট, বিভিন্ন জঙ্গি ও জিহাদী বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে এস আই আহাম্মদ বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।’

হিমেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়