ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনা না মানায় ৫৫,৩৫০টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৭, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনা না মানায় ৫৫,৩৫০টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনাবলী ভঙ্গ করে গণপরিবন পরিচালনা, মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরা-ফেরার দায়ে ২২৯ জন ব্যক্তিকে ৫৫ হাজার ৩৫০টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) জনাব হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, আমরা বার বার জনসাধারণকে জনসচেতনতামূলক প্রচারের মাধ্যমে বুঝাচ্ছি যে সরকারি নির্দেশনাবলি মেনে যেন ঘর থেকে বের হয়, তারই প্রেক্ষিতে  ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার ০৯ টি উপজেলায় সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে গণপরিবহন পরিচালনা , মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরা-ফেরা করা এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আর যারা অসচ্ছল তাদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও ডিসি জানান।

মাইনুদ্দীন রুবেল/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়