ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার

বগুড়ায় নতুন করে আরো ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯৯৮ জনে।

বগুড়া জেলা সিভিল সার্জন কাযালয়ের স্বাস্থ্য কমকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বুধবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০৬ জনের নমুনা পরীক্ষায় এই ৪০ জন শনাক্ত হয়।  এদের মধ্যে শজিমেকে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩১জন এবং টিএমএসএসে ১৮ নমুনা পরীক্ষায় ৯ জন পজিটিভ শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ২৮ জন, শেরপুর উপজেলায় ৫ জন, শিবগঞ্জ উপজেলায় ২ জন, শাজাহানপুর উপজেলায় ২ জন, কাহালু উপজেলায় ১ জন, গাবতলী উপজেলায় ১ জন ও সারিয়াকান্দি উপজেলায় ১ জন। 

নতুন আক্রান্তদের মধ্যে ৩১ জন পুরুষ, ৮ জন নারী ও ১ জন শিশু। 

জেলায় আক্রান্ত ৪৯৯৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৬২ জন।  মারা গেছেন ১০৯ জন।

আলমগীর/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়