ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝালকাঠিতে নারী মুচিকে দোকান দিয়ে দিলেন যুবলীগ নেতা 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝালকাঠিতে নারী মুচিকে দোকান দিয়ে দিলেন যুবলীগ নেতা 

ফুটপাতে জুতা সেলাই করে সংসার চালাতেন যে সবিতা রাণী দাস, একজন যুবলীগ নেতার সহায়তা পেয়ে তিনি এখন জুতার দোকানের মালিক। 

ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি বাজারের রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে চলতো তাঁর নিত্য দিনের কাজ। নারী মুচির এ দুর্দশার কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলেন ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ছবির হোসেন।

তিনি নিজস্ব অর্থ ব্যয়ে দেড় লাখ টাকায় সবিতাকে দোকান ঘর, সাজসরঞ্জাম ও মালামাল কিনে দিয়েছেন। বুধবার আনুষ্ঠানিকভাবে সবিতার কাছে দোকানটি হস্তান্তর করা হয়। ফলে পিতা মুত্যর ১২ বছর পর অবসান হলো সবিতার ফুটপাতের জীবন।

কৃতজ্ঞতা প্রকাশ করে সবিতা বলেন, ‘আমি যেভাবে কষ্ট করে জীবন-যাপন করেছি, আর কোন নারীর যাতে এমনটি না হয়। আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই। আমাকে আজকে ছবির ভাই সহযোগিতা করেছেন, আমিও চেষ্টা করবো, একদিন অসহায় মানুষের পাশে দাঁড়াতে।’

ব্যবসায়ী ছবির হোসেন বলেন, ‘আমার বন্ধু সাংবাদিক পলাশ রায়ের মাধ্যমে খবর পেয়ে সবিতাকে একদিন দেখতে আসি। সে দুপুরে খাবার খাওয়ার টাকাও রোজগার করতে পারেনি দেখে খুবই কষ্ট পেলাম। নিজের বিবেকের তাড়নায় সবিতাকে একটি দোকান ঘর কিনে তাতে মালামাল কিনে দিয়েছি। এখন নিশ্চিন্তে সে ব্যবসা করে রোজগার করতে পারবে।’

অলোক সাহা/ঝালকাঠি/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়