ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

উত্তাল পদ্মা: পারাপারে ফেরিই ভরসা

মানিকগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
উত্তাল পদ্মা: পারাপারে ফেরিই ভরসা

পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে বিকেল থেকে প্রচণ্ড বাতাসে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। তীব্র স্রোত ও বাতাসে এ নৌপথে লঞ্চ পারাপারে ঝুঁকি থাকায় যাত্রীরা ফেরিতে পার হচ্ছেন। এতে করে এ নৌপথে ফেরিতে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। 

আজ (৫ আগস্ট) বুধবার বিকালে পাটুরিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।

আশুলিয়াগামী সোবাহান আলী নামের এক যাত্রী জানান, ‘মাদারীপুর থেকে ঈদ শেষে পরিবার নিয়ে ফিরছি। সময় বাঁচাতে লঞ্জে পারাপারের পরিকল্পনা ছিল। দৌলতদিয়া ঘাট এলাকায় আসার পর পদ্মা নদীতে উত্তাল ঢেউ দেখতে পাই। সঙ্গে স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে থাকায় ঝুঁকি এড়াতে ফেরিতে পার হলাম।’

রুনা আক্তার নামের এক যাত্রী জানান, ‘নদীর উত্তাল ঢেউয়ে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথ পারাপার ঝুঁকির। ফেরিতে যাত্রীরা চাপাচাপি করে আসলেও ডুবে যাওয়ার ঝুঁকি কম থাকে।’

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান জানান, বিকেলের পর থেকে নদীতে বাতাস বেড়ে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। নদীর তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ে ফেরি পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগছে। তবে যাত্রী ও পরিবহন পারাপার নির্বিঘ্ন রাখতে ১৭টি ফেরি সচল রয়েছে বলেও জানান তিনি। 

চন্দন/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়