ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চুয়াডাঙ্গায় রেকর্ড ৭১ জন করোনায় আক্রান্ত  

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় রেকর্ড ৭১ জন করোনায় আক্রান্ত  

চুয়াডাঙ্গা জেলায় একদিনে করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক ৭১ জন আক্রান্ত হয়েছে।  

বুধবার (৫  আগস্ট) রাত সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন এ তথ্য জানিয়েছেন। 

সিভিল সার্জন ডা, এ এস এম মারুফ হাসান জানান, আজ (বুধবার) কুষ্টিয়া মেডিকেল কলেজের  পিসিআর ল্যাব থেকে ১৫৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৭১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয় এবং বাকি ৮৫ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।  

এ নিয়ে জেলায় মোট করোনা রোগী দাঁড়ালো ৭৫৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ১৩ জনের। 

এদিকে. করোনা উপসর্গে মারা যাওয়া জীবননগর উপজেলার নূরুল ইসলাম ও চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় গ্রামের কাসেদ মোল্লা করোনায় আক্রান্ত ছিলেন। নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। 

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজলায় ৩৭ জন, আলমডাঙ্গায় ১৯ জন, দামুড়হুদায় ২ জন এবং জীবননগর উপজেলায় ১৩ জন রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৪৯ জন ও নারী ২২ জন। তাদের বয়স ৭ থেকে ৭০ বছরের মধ্যে। 

মামুন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়