ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বৈরুতে বিস্ফোরণে রাসেল নিহত, ভাই আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বৈরুতে বিস্ফোরণে রাসেল নিহত, ভাই আহত

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে নিহত চার বাংলাদেশির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মোহাম্নদ রাসেল রয়েছেন। 

বিস্ফোরণে রাসেল নিহত হলেও বেঁচে গেছেন তার বড় ভাই সাদেক মিয়া। তিনি গুরুতর আহত হয়ে বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের বাসিন্দা। 

কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব মিয়া হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, রাসেল তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। চার বছর আগে তিনি লেবানন যান। তিনি সেখানে একটি তেলের কোম্পানিতে চাকরি করতেন। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বৈরুতে একটি গুদামে সংরক্ষিত ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত ও চার হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

রুবেল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ