ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় আরও ১০১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলনায় আরও ১০১ জনের করোনা শনাক্ত

খুলনা মেডিক‌্যাল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ২৮১ জনের নমুনা পরীক্ষায় আরও ১০১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৮৮ জনই খুলনা জেলা ও মহানগরীর। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ‌্য জানান। তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে আরও ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। খুলনার নমুনা ছিল ২০৮টি। মোট ১০১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ৮৮ জন খুলনার। এছাড়া, খুমেক ল্যাবে বাগেরহাটের ছয়জন, সাতক্ষীরার ১৩, যশোরের দুই, ঝিনাইদহ মাগুরার একজনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, এ নিয়ে খুলনা জেলা ও মহানগরীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৪ জনে। মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪৪ জন। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫৮ জন। 

খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/ইভা  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়