RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২০ ||  আশ্বিন ১৬ ১৪২৭ ||  ১৩ সফর ১৪৪২

বগুড়ায় করোনায় আরও ৩ জনের মৃত্য, শনাক্ত ৫১

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় আরও ৩ জনের মৃত্য, শনাক্ত ৫১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া, জেলায় নতুন করে আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সুফিয়া খাতুন (৫৩), বগুড়া শিবগঞ্জ উপজেলার আটমুল এলাকার সুবেদ আলী (৪২)। নিহত আরেকজনের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কমকর্তা ডা. ফারজানুল ইসলাম জানান, বগুড়া জেলার আরও ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৪ জন, নারী ও শিশু ১৭ জন। আক্রান্তদের মধ‌্যে সদরে ৪৩ জন, দুপচাঁচিয়ায় তিনজন, আদমদীঘিতে দুইজন, শেরপুরে দুইজন ও শিবগঞ্জে একজন রয়েছে। 

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ‌্যে শিশু একজন, ১৮-৪০ বছরের মধ্যে ১৬ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১৩ জন, ৫১-৭০ বছরের মধ্যে ২০ জন ও ৭০ বছরের উপরে একজন রয়েছে। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হলো ৫ হাজার ৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। মোট মারা গেছেন ১১২ জন। এখনও হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ১৬৫ জন। 


 

বগুড়া/আলমগীর/ইভা          

সর্বশেষ

পাঠকপ্রিয়