ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাড়ে ৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাড়ে ৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

সাড়ে পাঁচ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় চারটির মধ‌্যে ১ ও ২ নম্বর ঘাট দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। বাকি ২টি ঘাট তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে।  
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে পদ্মায় তীব্র স্রোতে বিলীন হয়েছে শিমুলিয়ার চার নম্বর ঘাটটি। দুর্ঘটনা এড়াতে সকাল ৭টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।পরে সাড়ে ১২ টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় আবারও পদ্মার ভাঙন শুরু হয়েছে। এতে ফেরি চলাচল ব‌্যহত হয়। শিমুলিয়া ঘাট এলাকায় ছোট-বড় মিলিয়ে দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। 

শেখ মোহাম্মদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়