ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাকালুকি হাওরে মাছ শিকারকালে বজ্রপাতে নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাকালুকি হাওরে মাছ শিকারকালে বজ্রপাতে নিহত ২

মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের হাকালুকি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের রফিক মিয়ার দুই ছেলে ফাহিম (১২) ও ইব্রাহিম (৮) বাড়ির পাশে হাকালুকি হাওরে মাছ শিকার করছিল। বেলা সাড়ে ৩টার দিকে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই বড় ভাই ফাহিমের মৃত্যু হয়। পরে গুরুতর আহতাবস্থায় ছোট ভাই ইব্রাহিমকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় একই সময়ে বড়গাঁও গ্রামের হরি মালাকার (৫৫) হাকালুকি হাওরে মাছ শিকারকালে বজ্রপাতে নিহত হন।

ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল্লাহ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়