ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহের ১২ কবি: প্রকাশের ৩৫ বছর পর কবিতা সংকলনের আসর

সাজেদ রোমেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহের ১২ কবি: প্রকাশের ৩৫ বছর পর কবিতা সংকলনের আসর

১৯৮৫ সালে ময়মনসিংহের ১২ কবি তাদের ভরাযৌবনে সংকলনগ্রন্থ ‘দ্বাদশ অশ্বে দ্বাদশ আরোহী’ দিয়ে সাড়া ফেলেছিলেন। তারা যখন জীবনের শেষভাগে, তখন সেসব লেখা নিয়ে আলোচনা হতে যাচ্ছে। 

আগামীকাল (৭ আগস্ট) শুক্রবার ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল সংগ্রহশালা সংলগ্ন ব্রহ্মশৈলীর চারুতলায় বসবে আসরটি। 
ব্যতিক্রম এ আয়োজনটির আয়োজক ব্রহ্মপুত্র পাড়ে আহমদ ছফার সৃজনশীল কাজের আয়োজন করে এরই মধ্যে আলোচিত শিল্পী ও পরম্পরা প্রকাশনীর সত্বাধিকারী কবি শামীম আশরাফ। 

মাহমুদ আল মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখবেন দ্বাদশ অশ্বে দ্বাদশ আরোহী গ্রন্থের সম্পাদক কবি ইয়াজদানী কোরায়শী। 
নতুন চোখে শিল্প ভাবনা তুলে ধরবেন শিল্পী মো. রাজন কবি শামসুল ফয়েজের লেখা নিয়ে কথা বলবেন নীহার লিখন। এছাড়া মনতোষ ঘোষের কবিতা নিয়ে অরূপ কিষান, নুরুল ইসলাম মানিকের বিষয়ে হান্নান কল্লোল, আশরাফ মীরকে নিয়ে অনন্য সাঈদ, সাজাহান শিরাজীর লেখা নিয়ে আরাফাত রিলকে, ফরিদ আহমদ দুলালের কবিতা নিয়ে শাখাওয়াত বকুল, যুগল দাসের সৃষ্টি নিয়ে কাঙাল শাহীন, মামুন মাহফুজের লেখার ওপর ফাহিম  ফারুক, নাজমুল করিম সিদ্দিকীর কাব্যশৈলী নিয়ে কামাল মুহম্মদ, সরকার হাসান মাহবুবের ওপর আলমাস হোসাইন শাজা, সেলিম আতাউরের লেখার ওপর হাসান জামিল এবং সৃজনশীল প্রকাশক ও কবি ইয়াজদানী কোরায়শীর কাজ নিয়ে সুরঞ্জিত বাড়ই আলোচনা করবেন। 

অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন কবি শরৎ সেলিম। 

প্রসঙ্গত, আশির দশকের এই ১২ জন কবির সেসময়কার নানা আসরে নিয়মিত উপস্থিত থাকতেন তসলিমা নাসরিন, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, নির্মুলেন্দু গুণ, রফিক আজাদ, হুমায়ূন আহমেদসহ অনেকে।
 

ময়মনসিংহ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়