ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পঞ্চগড়ে স্বাস্থ্য ও ব্যাংক কর্মীসহ নতুন আক্রান্ত ১৪

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পঞ্চগড়ে স্বাস্থ্য ও ব্যাংক কর্মীসহ নতুন আক্রান্ত ১৪

পঞ্চগড়ে নতুন করে স্বাস্থ্য ও ব্যাংক কর্মীসহ আরো ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭৫ জনে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নতুন করে আক্রান্ত স্বাস্থ্যকর্মী পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। এছাড়াও বাকী ১৩ জনের মধ্যে দুইজন অগ্রণী ব্যাংকে, একজন কৃষি ব্যাংকে এবং একজন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৪ আগস্ট তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর বৃহস্পতিবার করোনা পজেটিভ এসেছে। 

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, এ পর্যন্ত ২৯৭২ জনের নমুনা সংগ্রহ করার পর  ২৯২৮ জনের রিপোর্ট এসেছে। সুস্থ হয়েছেন ২৪২ জন। মারা গেছেন ৮ জন।

জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৩৭৫ জনের মধ্যে রয়েছেন পঞ্চগড় সদরে ১৫৩ জন, তেঁতুলিয়া উপজেলায় ৩৩ জন, আটোয়ারী উপজেলায় ৪৪ জন, বোদা উপজেলায় ৬১ জন এবং দেবীগঞ্জ উপজেলায়৮৪ জন।

নাঈম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়