ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজশাহী বিভাগে আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজশাহী বিভাগে আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪১

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিভাগের বগুড়া জেলায় তারা মারা যান। এ দিন বিভাগে আরও ১৪১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই বিভাগে এখন মৃতের সংখ্যা এখন ১৮৯ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, রাজশাহীতে ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার শনাক্ত হওয়া ১৪১ জন করোনা রোগীর মধ্যে ৭৫ জন রাজশাহীর, একজন চাঁপাইনবাবগঞ্জের, ৪৫ জন বগুড়ার এবং ২০ জন সিরাজগঞ্জের বাসিন্দা। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ১২২ জন।

এরমধ্যে ৬১ জনের বাড়ি বগুড়ায়। এছাড়া রাজশাহীর ২০ জন, নওগাঁর ১৬ জন, নাটোরের পাঁচজন, বগুড়ার ৬১ জন, সিরাজগঞ্জের পাঁচজন এবং পাবনার ১৫ জন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৮০ জন।

এরমধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৯৪ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া, রাজশাহীতে ৩ হাজার ৪৯২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫১৭, নওগাঁয় ৯৬০, নাটোরে ৫৪৪, জয়পুরহাটে ৭৮২, সিরাজগঞ্জে ১ হাজার ৫৩৯ জন এবং পাবনায় ৮৫২ জন শনাক্ত হয়েছেন।

ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য আরও জানান, বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৮ হাজার ২৭২ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৬৯৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৩৮ জন, নওগাঁর ৮৩৮ জন, নাটোরের ২৫৭ জন, জয়পুরহাটের ২০৯ জন, বগুড়ার ৩ হাজার ৮৩৩ জন, সিরাজগঞ্জের ৫৭১ জন এবং পাবনার ৬৩২ জন করোনামুক্ত হয়েছেন।

রাজশাহী/তানজিমুল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়