ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। এ নৌপথে ১৬টি ফেরি দিয়ে পরিবহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ঈদের ছুটি শেষ হওয়ায় আজ ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে বলে জানিয়েছেন ঘাট সংশিষ্টরা।

এদিকে, যাত্রীদের চাপ সামাল দিতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ২২টি এবং আরিচা কাজীরহাট নৌরুটে ১৩ টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন লঞ্চ ঘাট মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় মানুষ ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকার কর্মস্থলে ফিরছেন। এতে করে শুক্রবার এ নৌপথে মানুষের চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাট এলাকার ঢাকামুখী এসব যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান জানান, শুক্রবার সকাল থেকেই ফেরিতে ঢাকামুখী পরিবহন ও যাত্রীদের চাপ বেড়েছে। এ নৌরুটে ১৬টি ফেরি দিয়ে এসব পরিবহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

চন্দন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়