ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাইজিংবিডিতে উপকূলীয় বেড়িবাঁধ নিয়ে ৫ পর্বের প্রতিবেদন

মফস্বল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাইজিংবিডিতে উপকূলীয় বেড়িবাঁধ নিয়ে ৫ পর্বের প্রতিবেদন

দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আম্পান আঘাত করার পর উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু গিয়েছিলেন ঝড়ের তাণ্ডব ও মানুষের দুর্ভোগের চিত্র দেখতে। তার অনুসন্ধানী চোখে ধরা পড়েছে ধ্বংসযজ্ঞের মূল কারণ। সেই ষাটের দশকে তৈরি উপকূলীয় বেড়িবাঁধের জীর্ণদশা এবং সেই বাঁধ ঘিরে নানা মহলের অরাজকতা। করোনাসৃষ্ট মহামারির মধ্যেই হাজারো প্রতিকূলতা ডিঙিয়ে সরেজমিন অনুসন্ধানে রফিকুল ইসলাম মন্টু তুলে এনেছেন সেইসব অরাজকতার চিত্র। 

আগামীকাল (৮ আগস্ট) থেকে রাইজিংবিডিতে ছাপা হবে ৫ পর্বের ধারাবাহিক প্রতিবেদন ‘সরেজমিন অনুসন্ধান: উপকূলীয় বেড়িবাঁধ’। সঙ্গে থাকছে সংশ্লিষ্ট দুজন উপমন্ত্রী এবং একজন সচিবের সাক্ষাৎকার। আরো থাকছে দুটি পার্শ্ব প্রতিবেদন। উপকূলের সমস্যা জানতে, প্রতিকারের উপায় খুঁজতে চোখ রাখুন রাইজিংবিডি ডটকম-এ।

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়